গাইবান্ধা পৌর মেয়র হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর,সুন্দরগঞ্জে জাতীয় পার্টির মেয়র 187 0
গাইবান্ধা পৌর মেয়র হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর,সুন্দরগঞ্জে জাতীয় পার্টির মেয়র
মোনায়েম মন্ডল,গাইবান্ধা থেকে:
গাইবান্ধা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মতলুবর রহমান ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন) পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট।শনিবার রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব এই ফলাফল ঘোষণা করেন।এদিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) আবদুর রশিদ রেজা সরকার ২ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল্যাহ-আল-মামুন পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট। রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মারুফ ফলাফল ঘোষণা করেন।